মহাকাশে তাজা লেটুস
2024-01-24 14:40:25

জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক:  চীনের স্পেস স্টেশন থিয়ানকোং এর ভিতরে নভোচারীরা খুব খুশি। কারণ তারা এই মহাশূন্যে তাজা সবজি চাষ করতে পেরেছেন। মানবজাতির মহান স্বার্থে একটি গুরুত্বপূর্ণ গবেষণা করছে চীন। মহাকাশে সবজি চাষ, কৃষি ও প্রাণবিজ্ঞানের উপর পরীক্ষানিরীক্ষা করছেন তারা।

 চীনের মানব-মহাকাশ কর্মসূচির অ্যাস্ট্রোনট সিস্টেমের ডেপুটি চিফ ডিজাইনার লি ইংহুই বলেন, ‘আমরা মহাকাশে চলমান মেডিকেল পরীক্ষাগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমভাগ হলো নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতির সাহায্যে নভোচারীদের সুস্থ রাখা, তাদের স্বাস্থ্য ভালো রাখা। আরেকটি বিষয় হলো মহাকাশ মেডিসিন নিয়ে নতুন পদ্ধতি গড়ে তোলা এবং শেষ বিষয় হলো তথ্য সংগ্রহ। প্রযুক্তি ও তত্ত্বের উন্নয়ন এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা মহাকাশ চিকিৎসার পদ্ধতি ও প্রকৃতি বোঝার চেষ্টা করি এবং প্রতিনিয়ত নতুন পদ্ধতি ও প্রযুক্তি বের করি। মানব  মহাকাশযাত্রা ও তার  টেকসই উন্নয়নে তাত্ত্বিক ও প্রযুক্তিগত সমর্থন দিয়ে যাচ্ছি। নভোচারীদের সুস্বাস্থ্য রক্ষা ও উন্নয়নে আমরা কাজ করছি।’

থিয়ানকং স্পেসস্টেশনের ভিতরে বহুমুখী মেডিকেল গবেষণা করেছেন শেনচৌ ১৭ মহাকাশ যানের নভোচারীরা। তারা প্রাণবিজ্ঞান, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে মানবজাতির স্বার্থে গবেষণা করছেন। মহাকাশ স্টেশনে এখন রয়েছেন তিন নভোচারী থাং হংবো, থাং শেংচিয়ে এবং চিয়াং সিনলিন। তারা বিভিন্ন রকম পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। স্পেসস্টেশনের ভিতরে উৎপন্ন লেটুসপাতা খেয়ে দেখছেন তারা।

ছাই সুচ্য একজন নভোচারী। তিনি  শেনচৌ ১৪ স্পেস মিশনে ছিলেন। তিনি বলেন, ‘আমি লেটুসপাতা খেয়ে দেখেছি। খুব সুস্বাদু। আমি খুব খুশি হয়েছি যে মহাকাশে জন্মানো লেটুস খেতে পেরেছি।’

মহাকাশে চাষ কর্মসূচির লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ভিদ বিজ্ঞানের উপর গবেষণা করা। স্পেস স্টেশনের নির্মাণ শেষ করার পর চীন ধান ও অ্যারাবাইডোপসিস প্রজাতির উদ্ভিদের  ১২০দিনের পূর্ন জীবন বৃত্ত সম্পন্ন করেছে। শেনচৌ ১৪ মহাকাশ মিশনের নভোচারীরা বীজগুলো পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। ছাই সুচ্য আরও বলেন,  ‘আমরা নভোচারীরা, মহাকাশ থেকে ভালো ফলাফল বয়ে এনেছি। আমরা গ্রাউন্ডে থাকা গবেষকদের সঙ্গে একত্রে কাজ করছি। মহাকাশ প্রযুক্তি, মহাকাশ চিকিৎসা, এবং অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ চলছে। আমরা মানবজাতির মহাকাশ যাত্রায় চীনের প্রজ্ঞা প্রয়োগে আরও অবদান রাখার চেষ্টা করছি।’

মহাকাশ স্টেশনের ভিতরে তাজা সবজি ফলানো এবং মহাকাশে কৃষির গবেষণা মানবজাতির জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

শান্তা /হাশিম