যৌথ সিনেমা নির্মাণে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের চীনে আমন্ত্রণ
2024-01-24 14:38:53

জানুয়ারি ২৩, ঢাকা: বাংলদেশের নির্মাতা ও চলচ্চিত্র পরিচালকদের চীনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নির্মাতা ও পরিচালকরা।

মূলত বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়াতে, বাংলাদেশর চলচ্চিত্র শিল্পকে বিকশিত এবং দুইদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের লক্ষেই এ আমন্ত্রণ জানিয়েছেন তারা।

মঙ্গলবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-২২তম আসরে চীনের দুটি চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজকরা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে চীনা সিনেমা ‘দ্য গ্রেট ডিসটেন্স ডেলিভার্স ক্রেন’ এর পরিচালক লাপাল কিয়াল এবং চিত্রনাট্য লেখক চাও ওয়াং এবং ‘মুনলাইট ওয়ারিওর’ সিনেমার পরিচালক ও প্রযোজক হং ইং তাদের সিনেমা নির্মাণের অভিজ্ঞতা, সিনেমার গল্প এর পেছনের নানা ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সাংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ-চীন যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের প্রসঙ্গ টেনে পরিচালক লাপাল কিয়াল বলেন, "বাংলাদেশর চলচ্চিত্র অনেক উন্নত হয়েছে। সাম্প্রতিক সময়ে ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হয়েছে। আমরা বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক, প্রযোজকদের চীনে আমন্ত্রণ জানাই। দুদেশের চলচ্চিত্র শিল্পকে যৌথভাবে সামনে এগিয়ে নিতে চাই।"

এ সময় তারা ভবিষ্যতে আরও অধিক সিনেমার উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সহযোগিতা করছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এবং শাংহাই ফিল্ম এসোসিয়েশন। উৎসবে ‘ওয়াইড অ্যাঙ্গেল’ সেকশনের আওতায় ২৮ জানুয়ারি পর্যন্ত ১৬টি চীনা চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এছাড়া আন্তর্জাতিক এ উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা লড়ছে চীনা চলচ্চিত্র ‘দ্য কর্ড অব লাইফ’। সিনেমাটি টোকিও আন্তর্জাতিক উৎসবসহ মোট ৮টি চলচ্চিত্র উৎসবে নমিনেশন পেয়েছিল। এছাড়া ওয়েইবো অ্যাওয়ার্ডসহ মোট ৪টি অ্যাওয়ার্ড জিতেছে।

চীন ছাড়াও বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা দেখানো হবে এ উৎসবে। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি।

শুভ/শান্তা

ছবি: সিএমজি বাংলা