জিবুতির জাতীয় পরিষদের স্পিকারের সঙ্গে চাও লেচির বৈঠক
2024-01-24 18:50:46

জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী  কমিটির চেয়ারম্যান চাও লেচি মঙ্গলবার বেইজিংয়ে জিবুতির জাতীয় পরিষদের স্পিকার দিলেইতা মোহাম্মদ দিলেইতার সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় চাও বলেন, দুই রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায় চীন ও জিবুতি রাজনৈতিক পারস্পরিক আস্থাকে গভীর করেছে, ব্যবহারিক সহযোগিতাকে ক্রমাগত এগিয়ে নিয়েছে এবং ফলপ্রসূ আদান-প্রদান করেছে।

তিনি বলেন, চীন দু’দেশের কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিতে জিবুতির সাথে কাজ করতে ইচ্ছুক এবং দেশটির সঙ্গে সবসময়ই দীর্ঘমেয়াদী ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে তার সম্পর্ককে দেখেছে এবং উন্নয়ন করেছে।

তাইওয়ান, সিনচিয়াং, হংকং এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে মূল্যবান সমর্থনের জন্য চীন জিবুতির প্রশংসা করে বলে জানান চাও। চীন জিবুতিকে তার জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায়, স্বাধীনভাবে তার জাতীয় অবস্থার সাথে উপযোগী একটি উন্নয়ন পথ অন্বেষণে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে বৃহত্তর ভূমিকা পালনে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

দিলেইতা বলেন, ৪৫ বছর আগে জিবুতি-চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং জনগণের জীবিকা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা ফলপ্রসূ হয়েছে।

জিবুতি সর্বদা এক-চীন নীতি দৃঢ়ভাবে মেনে চলে এবং জিবুতি জাতীয় পরিষদ চীনের এনপিসি-র সঙ্গে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান জোরদার করতে, আইন প্রণয়নের অভিজ্ঞতা শেয়ার করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গভীর উন্নয়নের জন্য ইতিবাচক আইনী অবদান রাখতে ইচ্ছুক বলেও জানান দিলেইতা।

হাশিম/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া