মানবাধিকার অর্জনে ভূমিকা রাখায় আন্তর্জাতিক প্রশংসা পেল চীন
2024-01-24 14:42:49

জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: জেনেভায় চীনের শীর্ষ কূটনীতিক চেন সু মঙ্গলবার গণমাধ্যমকে জানান, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল  পরিচালিত নিয়মিত সার্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনায় ( ইউনিভারসাল পিরিওডিক রিভিইয়ু- ইউপিআর) মানবাধিকারের কারণে চীন তার কৃতিত্বের জন্য আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছে।

পর্যালোচনার জন্য চীনা প্রতিনিধি দলের প্রধান চেন বলেন, চীনের অকপট, বাস্তববাদী মনোভাব এবং এর দক্ষ, সুশৃঙ্খল সংগঠনকে সব পক্ষই প্রশংসা করেছে।

জেনেভায় জাতিসংঘের অফিসে এবং সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিতে চীনের স্থায়ী প্রতিনিধি চেন, ইউপিআর প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, এটি রাষ্ট্রগুলোর জন্য একটি প্ল্যাটফর্ম। এই প্লাটফর্ম জাতিসংঘের কাঠামোর মধ্যে সমান ভিত্তিতে মানবাধিকার ইস্যুতে খোলামেলা আদান-প্রদান পরিচালনা করে এবং গঠনমূলক কথোপকথন এবং সহযোগিতায় জড়িত হতে সুযোগ দেয়। ।

পর্যালোচনায় তার ভাষণে, চেন মানবাধিকারের ক্ষেত্রে চীনের উল্লেখযোগ্য সাফল্যের পরিচয় দেন। তিনি মানবাধিকার রক্ষার জন্য ৩০টি  নতুন উদ্যোগের ঘোষণা দেন, যার মধ্যে রয়েছে মানুষের মঙ্গল বৃদ্ধি, মানবাধিকারের জন্য আইনি সুরক্ষা জোরদার করা, আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের মতো ক্ষেত্রগুলোকে কভার করা এবং মানবাধিকার ও জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার কাজকে সমর্থন করা।

কূটনীতিক বলেন, অধিকাংশ দেশ মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় চীনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এবং ঐতিহাসিক অর্জনকে স্বীকৃতি দেয় এবং মানবাধিকার বিষয়ে চীনের সাথে বিনিময় ও পারস্পরিক শিক্ষা জোরদার করতে ইচ্ছুক।

শান্তা/হাশিম