সিনচিয়াংয়ে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
2024-01-23 16:19:13

জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের আকসু প্রিফেকচারের উশি কাউন্টিতে মঙ্গলবার ভোররাত ২:০৯ টায় ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পের অবস্থান ছিল ৪১.২৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৬৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, কেন্দ্রস্থল ছিল মাটির ২২ কিলোমিটার গভীরে ।

চীনের জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটি লেভেল ৩ মাত্রার জরুরী প্রতিক্রিয়া সক্রিয় করেছে । তাৎক্ষণিকভাবে এলাকায় উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

মোট এক হাজার সুতির তাঁবু, ৫ হাজার সুতির কোট (শীতের পোশাক), ৫ হাজার সুতির লেপ, ৫ হাজার সুতির তোষক, ৫ হাজার বিছানা এবং এক হাজার গরম করার চুলা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও সাহায্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে বরাদ্দ দেওয়া হয়েছে।

সিএনইসি অনুসারে, প্রধান ভূমিকম্পের পর ৫.৩ মাত্রার শক্তিশালী আফটারশক হয়।

প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চীন ও কিরগিজস্তানের মধ্যবর্তী পার্বত্য সীমান্ত এলাকার উশি কাউন্টির একটি ছোট জনপদে।ভূমিকম্পের চারপাশে ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পাঁচটি গ্রাম আছে।

মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত, ভূমিকম্পের কেন্দ্রস্থলে দুটি আবাসিক ঘর ও পশুর শেড ধসে পড়ে। ভূমিকম্পের পরপরই এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হয়, তবে সরবরাহ ধীরে ধীরে পুনরুদ্ধার করা হয়েছে।

উরুমছি, হোতান এবং কাশগরসহ সিনচিয়াংয়ের বিভিন্ন শহর এবং প্রিফেকচারে ভূমিকম্প অনুভূত হয়।

প্রাথমিকভাবে  তিনজনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ভূমিকম্পের পর, উশি কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ ব্রিগেড দ্রুত ১০  জনের একটি অগ্রিম দলকে কেন্দ্রস্থল এলাকায় প্রেরণ করে। এছাড়াও, আকসু প্রিফেকচারের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ ৬০ জনকে কেন্দ্রস্থলে পৌঁছানোর জন্য একত্রিত করেছে।

সিনচিয়াং আঞ্চলিক দমকল ও উদ্ধার বিভাগ জানিয়েছে, দুর্যোগ ত্রাণ মিশনের জন্য মোট ১৮২টি যানবাহন, ৮০০ জন মানুষ এবং ৩২টি কুকুরকে প্রস্তুত রাখা হয়েছে।

শান্তা/হাশিম

তথ্য: সিজিটিএন