নবায়নযোগ্য জ্বালানির বিকাশে এগিয়ে চেচিয়াং
2024-01-23 18:50:33

জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে শিল্প-প্রতিষ্ঠানের বিকাশে কোমর বেঁধে নেমেছে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশ। গতবছরের শেষ নাগাদ চেচিয়াংয়ে সৌরকোষ থেকে মোট উৎপাদিত বিদ্যুত ছাড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ কিলোওয়াট। প্রদেশটিতে এখন যে পরিমাণ সৌরকোষ বসানো আছে তা চীনের মোট সোলার সেলের ৫ শতাংশ।

একই সঙ্গে চীনের দীর্ঘতম উপকূল সমৃদ্ধ চেচিয়াংয়ে গত কয়েক বছরে বাড়ছে বায়ুকল। এখন চেচিয়াংয়ের সমুদ্রে টারবাইনের সংখ্যা ছাড়িয়েছে ৬৭০টি। যার মোট সক্ষমতা প্রায় ৪০ লাখ কিলোওয়াট।

এদিকে প্রদেশটিতে জনপ্রিয় হচ্ছে গ্রিন ইলেকট্রিসিটি সার্টিফিকেটের ব্যবহার। এক হাজার কিলোওয়াট-ঘণ্টা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করলেই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে প্রশংসাপত্র। যার মাধ্যমে, কম্পানিগুলো দেখাতে পারে যে, তাদের ব্যবসায়িক কার্যক্রমে কার্বন দূষণ হচ্ছে না।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।