চীনে রেকর্ড ভেঙেছে বিদেশি বিনিয়োগ
2024-01-23 18:54:45

জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: গতবছর চীনে রেকর্ড গড়েছে বিদেশি বিনিয়োগ। ২০২৩ সালে দেশটিতে বিদেশি বিনিয়োগ ছিল ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউয়ান (৫৪.৫৫ বিলিয়ন ডলার)। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানাল এ খবর।

চীন সরকারের নেওয়া অগ্রাধিকারমূলক নীতি ও ইতিবাচক পদক্ষেপের কারণেই আন্তর্জাতিক বিনিয়োগকারীরা চীনে বিনিয়োগ বাড়াতে উৎসাহ পাচ্ছেন এবং চীনের অর্থনীতি ও বাজারের ওপর বাড়ছে তাদের আস্থা।

গত বছর, চীনে পরিশোধিত বিদেশি বিনিয়োগ ছিল ১ দশমিক ১৩ ট্রিলিয়ন ইউয়ান (১৬০ বিলিয়ন ডলার)। এতে করে, ওই বছরেই দেশটিতে নতুন করে গড়ে উঠেছে ৫৩ হাজার ৭৬৬টি বিদেশি বিনিয়োগ নির্ভর কোম্পানি।

গতবছর চীনের হাই-টেক প্রতিষ্ঠানগুলোয় বিদেশি বিনিয়োগ এসেছে ৪২ হাজার ৩৩৪ কোটি ইউয়ান, যা ছিল মোট বিনিয়োগের ৩৭ দশমিক ৩ শতাংশ। এ বছরও হাই-টেক কোম্পানিগুলো চীনে বিদেশি বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিদেশি বিনিয়োগ প্রশাসন বিভাগের পরিচালক চু পিং জানিয়েছেন, বিদেশি বিনিয়োগে বিধিনিষেধ সংক্রান্ত যে তালিকা আছে সেটাকে আরও ছোট করা হবে। বিশেষ করে উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগে বিধিনিষেধ পুরোপুরি অপসারণ করা হবে বলেও জানান চু পিং।

-ফয়সল/হাশিম।

তথ্য ও ছবি: সিসিটিভি।