ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়ছে চীনা চলচ্চিত্র ‘দ্য কর্ড অব লাইফ’
2024-01-23 18:52:02


 

জানুয়ারি ২৩, ঢাকা: বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করতে প্রথমবারের মতো ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’এর ২২তম আসরে অংশ নিয়েছে চীন।

এবারের উৎসবে সহযোগিতা করছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এবং শাংহাই ফিল্ম এসোসিয়েশন। এতে ‘ওয়াইড অ্যাঙ্গেল’ সেকশনের আওতায় ২৮ জানুয়ারি পর্যন্ত ১৬টি চীনা চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এছাড়া আন্তর্জাতিক এ উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা লড়ছে চীনা চলচ্চিত্র ‘দ্য কর্ড অব লাইফ’।

মঙ্গলবার উৎসবের চতুর্থ দিনে প্রদর্শিত হয় জনপ্রিয় চীনা সিনেমা ‘দ্য কর্ড অব লাইফ’। বাংলাদেশের জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে দুপুর ১টায় শুরু হয় সিনেমাটির প্রদর্শনী। ২০২২ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সিসুয়ে ছিয়াও। একজন সঙ্গীত শিল্পী এবং তার মাকে কেন্দ্র করে এগিয়ে সিনেমার গল্প। সিনেমায় দেখা যায় ওই সঙ্গীত শিল্পীর মা অ্যালঝেইমার রোগে আক্রান্ত। তাই মায়ের জীবনের শেষদিনগুলো এক সঙ্গে কাটাতে গ্রামের বাড়িতে চলে আসেন।

 

'দ্য কর্ড অব লাইফ’ সিনেমাটি টোকিও আন্তর্জাতিক উৎসবসহ মোট ৮টি চলচ্চিত্র উৎসবে নমিনেশন পেয়েছিল। এছাড়া ওয়েইবো অ্যাওয়ার্ডসহ মোট ৪টি অ্যাওয়ার্ড জিতেছে।

এদিকে শিল্পকলা একাডেমিতেও আজ দুটি চীনা চলচ্চিত্র প্রদশর্ন করা হচ্ছে। শিল্পকলার আর্ট গ্যালারী অডিটোরিয়ামে দুপুর ১টা এবং মিউজিক ও ড্যান্স অডিটোরিয়ামে বিকেল ৩টায় প্রদর্শন করা হবে সিনেমা দুটি।

 

চীন ছাড়াও বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা দেখানো হবে এ উৎসবে। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি; বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি। বরাবরের মতো এবারও ১০টি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।    রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ৯দিনব্যাপী এই উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

শুভ/শান্তা

ছবি: সিএমজি বাংলা