আকাশ-বাণিজ্যের দুয়ার খুলছে হুনানে
2024-01-22 16:07:28

জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হুনানকে এখন পাখির চোখে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। একই সঙ্গে প্রদেশটিতে পরীক্ষামূলকভাবে চলছে ড্রোনের সাহায্যে পণ্য ডেলিভারির কাজও। কম উচ্চতার আকাশপথকে বাণিজ্যিক কাজে লাগানোর সুপরিসর পরিকল্পনা বাস্তবায়নে প্রথম প্রদেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে হুনানকে।

এদিকে ড্রোনের ব্যবহারে হুনানের বাণিজ্য পেয়েছে নতুন মাত্রা। ভোক্তারা এখন শহরের বাইরে বসেও সহজে পণ্য ডেলিভারি পাচ্ছেন।

হুনানের জেনারেল এভিয়েশন ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান হ্য সিয়ংপিং জানান, ‘হুনানে আকাশপথে কম উচ্চতায় ও কম দূরত্বের চাহিদা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। আগে যে ডেলিভারিতে কয়েক দিন লেগে যেত, সেখানে এখন লাগছে ঘণ্টাখানেক। এটা সম্ভব হয়েছে আকাশপথের অ্যাপ পরিকল্পনা ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ উন্নয়নের ফলে।’

তিনি আরও জানান, ‘গত কয়েক বছরের তুলনায় এখন হুনানে উড়োজাহাজ বেড়েছে, বেড়েছে এ সংক্রান্ত অন্যান্য প্রতিষ্ঠানও। প্রদেশটিতে বিমানবন্দরের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় বেড়েছে ছয়গুণ । ২০২৩ সালে হুনানে মোট ফ্লাইট ঘণ্টা তার আগের বছরের চেয়ে বেড়েছে ১৯ দশমিক ৮ শতাংশ।’

-রাসেল/ফয়সল/হাশিম

তথ্য ও ছবি : সিসিটিভি।