বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চীন সরকারের মেডেল হস্তান্তর করলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
2024-01-22 18:35:26

জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (সোমবার) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠিকভাবে মেডেলটি হস্তান্তর করেন তিনি।

এ সময় চীনের সহযোগিতা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় সাইবার সিকিউরিটির বিষয়ে উদ্বিগ্ন আছি। আমরা ট্রান্সন্যাশনাল ক্রাইম, আন্তর্জাতিক ক্রাইম- এ সমস্ত ক্রাইম যাতে প্রতিরোধ করতে পারি সেগুলোর জন্য আমরা সবসময় সহযোগিতা চাচ্ছি।’

আসাদুজ্জামান খান বলেন, ‘তারা সবসময় আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছেন। এটা আরও দেওয়ার জন্য এর পরিধি আরও বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছি। তারা কনসিডার করেছেন যে, তারা আমাদের আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন।’

ট্রেনিংয়ের জন্য বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক এরই মধ্যে একটি তালিকা চীনের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

হাশিম/শান্তা।