চমক দেখাচ্ছে চীনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প
2024-01-22 14:47:17

 

জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে চমকপ্রদ উন্নয়ন চাক্ষুষ করছে চীন। গতবছর দেশটিতে এ ধরনের প্রতিষ্ঠানের বাজারমূল্য তার আগের বছরের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি)।

চীনের বাজার বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এ উত্থানে প্রত্যাশা বেড়েছে বাজারের।

 

চীনের শিল্প উন্নয়ন তথ্য কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইনস্টিটিউটের পরিচালক লং ফেই জানান, ‘সরবরাহের দিক থেকে এসএমইগুলোর উৎপাদন স্থিতিশীল এবং তা ক্রমাগত বাড়ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোর অভ্যন্তরীণ ও বিদেশি বাণিজ্যও বাড়ছে।’

 

উদাহরণ হিসেবে বলা যায় চীনের থ্রিডি স্ক্যানিং প্রযুক্তি প্রতিষ্ঠান রিভোপয়েন্ট-এর কথা। উত্তর-পশ্চিম চীনের শানচি প্রদেশের সি’আনে অবস্থিত কোম্পানিটি এখন কাস্টমাইজড পরিষেবা প্রদানের মাধ্যমে পা রেখেছে অন্য দেশের বাজারে।

 

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইয়াং থাও বলেছেন, ‘এই বছরের শুরু থেকে, আমাদের পণ্যগুলো যুক্তরাষ্ট্র, সুইডেন, জাপান ও তুর্কিসহ আরও কিছু দেশে পাঠানো হয়েছে।’

 

এমন আরেকটি এসএমই পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ হুয়াচান স্পেস অ্যাপ্লায়েন্স। তেল উত্তোলন সরঞ্জাম তৈরিতে কয়েকটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

 

গতবছর চীনের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর ক্রয়-সূচক ইতিবাচক ছিল। ২০২৩ সালের ডিসেম্বরে সূচকটি ছিল ৫৪ দশমিক ৫ শতাংশ। যা তার আগের মাসের চেয়ে ১.৬ শতাংশ বেশি।

 

চীনের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে চলতি বছর গবেষণা ও অর্থায়নে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি।