বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করছে বিশ্বের বৃহত্তম এনার্জি করিডোর
2024-01-22 18:03:39

জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের বৃহত্তম পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন করিডোর গত বছর ২৭৬ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টারও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে, যা ২০২২ সালের তুলনায় ৫ দশমিক ৩৪ শতাংশ বেশি। চায়না থ্রি গর্জেস কর্পোরেশন এসব তথ্য জানিয়েছে।

 ‍এর ফলে বছরে ৮৩ মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন উন্নতমানের পরিশোধিত কয়লা এবং ২০০ মিলিয়ন টনেরও বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস হয়েছে।

এ করিডোরটি চীনের বৃহত্তম নদী ইয়াংজি নদীতে ছয়টি মেগা জলবিদ্যুৎ কেন্দ্র নিয়ে গঠিত। সর্বমোট ১১০টি উৎপাদন ইউনিটের সমন্বয়ে এই ছয়টি জলবিদ্যুৎ কেন্দ্র ৭১ দশমিক ৭ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর ফলে চীনের পূর্বাঞ্চলের নাগরিকরা বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।

ছয়টি মেগা জলবিদ্যুৎ কেন্দ্রর মধ্যে উতংতে, বাইহেতান, সিলুওতু এবং চিয়াংচিয়াবা ইয়াংজি নদীর চিনশা তীরে অবস্থিত এবং অন্য দুটি জলবিদ্যুৎ কেন্দ্র থ্রি গর্জেস ড্যাম এবং কেচৌবা ইয়াংজির মধ্যবর্তী অংশে অবস্থিত।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: চায়না ডেইলি।