কৃষি সহযোগিতা প্রক্রিয়া পুনরায় চালু করেছে চীন-যুক্তরাষ্ট্র
2024-01-21 14:39:46

জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: পারস্পরিক কৃষি সহযোগিতা বাড়ানোর প্রক্রিয়া পুনরায় চালু করেছে চীন ও যুক্তরাষ্ট্র। 

গত বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত চীন-যুক্তরাষ্ট্র কৃষি সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির সপ্তম বৈঠকে যৌথ-সভাপতিত্ব করেন চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী থাং রেনচিয়ান এবং যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী টম ভিলস্যাক। বৈঠকে দুই দেশের কৃষি বিভাগের মধ্যে নিয়মিত আদান-প্রদানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন দুই কর্মকর্তা।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উপলক্ষ্যে দুই দেশের কৃষি বিভাগ পুনরায় বৈঠক শুরু করেছে উল্লেখ করে থাং বলেন, এটি চীন-যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। কৃষি সম্পর্ক এবং দ্বিপক্ষীয় কৃষি সহযোগিতাকে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

ভিলস্যাক বলেন, যুক্তরাষ্ট্র কৃষির নানান ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতাকে গুরুত্ব দিয়ে দেখে এবং যৌথ কমিটির অধীনে দুই দেশের কৃষি সম্পর্কের বিকাশে চীনের সঙ্গে তারা কাজ করতে ইচ্ছুক।

বৃহস্পতিবারের বৈঠকটি ২০১৫ সালের পর চীন-যুক্তরাষ্ট্রের পারস্পরিক কৃষি সহযোগিতা ফোরামের প্রথম বৈঠক। ২০০৩ সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি বিনিময় ও সহযোগিতা সমন্বয়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই ফোরাম।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।