চীন-জ্যামাইকা বন্ধুত্ব জোরদারে পারস্পরিক বিনিময়ের আহ্বান জানিয়েছেন ওয়াং ই
2024-01-21 14:40:54

জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: জ্যামাইকার সঙ্গে উন্নয়ন কৌশল জোরদার, সহযোগিতার সম্প্রসারণ এবং জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বজায় রাখার ব্যাপারে আশাবাদী চীন। শনিবার জ্যামাইকার কিংসটনে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেসের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

জ্যামাইকার অর্থনীতি এবং দেশটির জনগণের জীবন-জীবিকার উন্নতিতে সহায়তার জন্য চীনের প্রশংসা করেন অ্যান্ড্রু হোলনেস।

তিনি বলেন, জ্যামাইকা এক-চীন নীতি দৃঢ়ভাবে মেনে চলবে, দ্বিপক্ষীয়  সম্পর্কে অগ্রাধিকার দেবে এবং একটি শক্তিশালী চীন-জ্যামাইকা অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করবে।

‘ছোটবড় সব দেশের জন্যই সমতার কথা বলে চীন’, এমনটা জানিয়ে ওয়াং বলেন, জ্যামাইকা তার নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে ব্যবস্থা বেছে নিয়েছে তার প্রতি চীন শ্রদ্ধাশীল। সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে জ্যামাইকাকে চীন সমর্থন করবে বলেও জানান তিনি।

দুই দেশের মধ্যে 'বেল্ট অ্যান্ড রোড' সহযোগিতার সাফল্যের প্রশংসা করে বিনিয়োগ, নবায়নযোগ্য শক্তি, কৃষি, ডিজিটাল ও সমুদ্র অর্থনীতিতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান ওয়াং।

হোলনেস বলেন, উন্নয়নের জন্য চীনের অভিজ্ঞতা থেকে শিখতে চায় জ্যামাইকা।

একই দিনে, জ্যামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী কামিনা জনসন-স্মিথের সঙ্গেও আলোচনা করেন ওয়াং ই।

-ফয়সল/হাশিম

তথ্য: সিজিটিএন ছবি: সিসিটিভি।