শুরু হলো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা
2024-01-21 19:41:28

জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে মাসব্যাপী ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৪। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে মেলার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেন। এ সময় হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেন তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, “আমার কাছে ক্ষমতা কোনও ভোগের বস্তু না, আমার কাছে ক্ষমতা হলো দেশে মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ আবার পেয়েছি।”

দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল ও ১৫টি ফুড স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় সবমিলিয়ে মোট ৩৫১টি স্টল রয়েছে।

মেলায় প্রবেশমূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা। সকাল ১০টায় খোলা হবে এবং সপ্তাহের দিনগুলোতে রাত ৯টায় বন্ধ হবে বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীরা রাত ১০টা পর্যন্ত মেলায় থাকতে পারবেন।

বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

শুভ/ফয়সল/হাশিম।