ফাইভ-জিতে উল্লেখযোগ্য অর্জন চীনের
2024-01-21 15:45:38

জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: গতবছর ফাইভ-জি প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে চীন। ২০২৩ সালের শেষে দেশটিতে ফাইভ-জি বেস স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৩ লাখ ৮০ হাজারে। শুক্রবার চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য।

‘ডুয়াল-গিগাবিট’ নামের একটি ইন্টারনেট ব্যবস্থা নির্মাণের গতি ত্বরান্বিত করার প্রচেষ্টা জোরদার করছে চীন। যা মূলত একইসঙ্গে ফাইভ-জি ও গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ককেই বোঝায়।

ইতোমধ্যে চীনের প্রশাসনিক গ্রামগুলোর ৮০ ভাগেরও বেশি অঞ্চল ফাইভ-জি নেটওয়ার্কের আওতায় এসেছে এবং গতবছরের শেষ নাগাদ ফাইভ-জি মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ৮০ কোটি ৫০ লাখে। আর এসব স্টেশনে গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ক সেবা প্রদানকারী পোর্টের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ কোটি ৩০ লাখ।

দেশটির উৎপাদন, খনি, বিদ্যুৎ, বন্দর এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন শিল্পে ফাইভ-জি প্রযুক্তির প্রয়োগ ব্যাপক হারে বেড়েছে বলেও জানানো হয় মন্ত্রণালয়ের প্রতিবেদনে।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।