২০২৪ সালে ব্যাপক আকারে চলবে চীনের মহাকাশ অভিযান
2024-01-21 19:42:37

জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ অনুসন্ধান কার্যক্রমে পুরোদমে এগিয়ে চলছে চীন। যে কারণে চলতি বছর চীন থেকে ব্যাপক আকারে মহাকাশযান উৎক্ষেপণ করা হবে বলে আশা করা হচ্ছে।

জানুয়ারিতেই কুয়াইচৌ-১ নামের একটি রকেট এবং বিশ্বের বৃহত্তম সলিড রকেট গ্র্যাভিটি-ওয়ানের সফল উৎক্ষেপণ করেছে চীন। এ ছাড়া কার্গো ডকিং সম্পন্ন হয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্র থিয়ানচৌ ৭-এ । একই সঙ্গে রকেটের সফল উলম্ব অবতরণের পরীক্ষাও সম্পন্ন করেছে চীন।

                                              as

সামনে চীন তার মহাকাশ স্টেশনে দুটি কার্গো মহাকাশযান এবং দুটি মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণের পরিকল্পনা হাতে নিয়েছে।

লং মার্চ-২এফ ক্যারিয়ার রকেটের প্রধান ডিজাইনার লিউ ফেং বলেছেন, ‘এই বছরের পরিকল্পনা অনুযায়ী, লং মার্চ-২ এফ (ক্যারিয়ার রকেট) দুটি মনুষ্যবাহী মিশন পরিচালনা করবে। রকেটটি এখন উৎক্ষেপণস্থলে ভালো অবস্থায় রয়েছে। এতে  ওয়াই-১৯ রকেটটিকে চূড়ান্তভাবে সংযোজন করা হয়েছে।’

চাঁদের জন্য তৈরি করা ছাংই-৬ প্রোবটির পরীক্ষা চলছে ওয়েনছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে। এটি চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে নমুনা সংগ্রহের উদ্দেশ্যে বছরের প্রথমার্ধেই যাত্রা করবে।

হ্যনান প্রদেশের ওয়েনচাং-এ চীনের প্রথম বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ সাইট থেকে যাত্রা করবে প্রথম ফ্লাইট। গুচ্ছ স্যাটেলাইট তৈরির কাজও এই বছর ত্বরান্বিত হবে।

অন্যদিকে বেইজিং-ভিত্তিক বাণিজ্যিক স্যাটেলাইট নির্মাতা গ্যালিক্স স্পেস, এবার তাদের  উৎপাদনে ব্যবহার করছে রোবট। এতে করে স্যাটেলাইট তৈরির সময় কমে যাবে ৮০ ভাগ পর্যন্ত।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।