চীনের অর্থনীতি বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে : ডব্লিউটিও প্রধান
2024-01-21 15:47:24

জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক গোজি ওকোনজো-ইওয়েলা বলেছেন, চীন বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷

ডাভোসে সদ্যসমাপ্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে গত বৃহস্পতিবার চীনের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এ কথা বলেন তিনি।

ওকোনজো বলেন, চীন এরই মধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে, যাতে দেশটি অর্থনৈতিক পুনরুদ্ধার করতে পারবে বলে আশা করা হচ্ছে। 

২০ বছরেরও বেশি আগে ডব্লিউটিও’তে যোগদানের পর থেকে, চীন বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রধান বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে উল্লেখ করে ওকোনজো বলেন, যা বিশ্বের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গড়ে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে।

বৈশ্বিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনের মূল ভূমিকার কথা তুলে ধরে ওকনজো-ইওয়ালা বলেন, ‘চীনের ক্ষেত্রে যা কিছু ঘটুক না কেন তা বিশ্বকে প্রভাবিত করে এবং সে কারণেই চীনা অর্থনীতির ভালো করাটা সবার স্বার্থের অনুকূলে।

বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা রক্ষায় চীনের ভূমিকার প্রশংসা করে ওকোনজো- বলেন, ‘ডব্লিউটিওর দৃষ্টিকোণ থেকে চীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা এবং বহুপাক্ষিকতার শক্তিশালী সমর্থক।’

হাশিম/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া।