ফাইভ-জি অ্যাডভান্সের হাত ধরে এগিয়ে যাচ্ছে চীনের গাড়ি নির্মাণশিল্প
2024-01-21 14:42:09

জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের হ্যপেই প্রদেশের পাউতিং সিটিতে ফাইভ-জি অ্যাডভান্স প্রযুক্তির সহায়তায় গাড়ি উৎপাদন শুরু করেছে দেশটির এক্সকুইজিট অটোমোটিভ সিস্টেমস। কারখানাটিতে কাজ করছেন হাতেগোনা কয়েকজন মানুষ, বেশিরভাগ কাজ করছে ফাইভ জি অ্যাডভান্স প্রযুক্তি সমৃদ্ধ রোবটিক বাহু।

প্রতিষ্ঠানটির প্রধান হুয়াং সিয়াওলি বলেন, ‘আমরা আমাদের কারখানায় এ ধরনের ৯টি ফাইভ-জি অ্যাডভান্সড স্টেশন চালু করেছি। এটি মূলত ফাইভ-জি থেকে সিক্স-জিতে উত্তোরণের মধ্যবর্তী ধাপ। ফাইভ-জি অ্যাডভান্স প্রযুক্তিতে ল্যাটেন্সি— তথা প্রক্রিয়াকরণ বিরতির পরিমাণ মাত্র ৪ মিলিসেকেন্ড এবং এর সক্ষমতার মাত্রা ৯৯ দশমিক ৯৯ শতাংশ।’

হুয়াং আরও বলেন, ‘যদি উদাহরণ দিয়ে যদি বলি—মানুষের চোখের পলক ফেলতে লাগে দশমিক ২ সেকেন্ড। সেখানে একই সময়ে আমাদের ডিভাইসগুলো একটি আরেকটির সঙ্গে যোগাযোগ করতে পারবে ৫০ বার। এখানে প্রায় এক মিনিটে একটি গাড়ি অ্যাসেম্বল করা সম্ভব।’

তিনি বলেন, 'আমাদের মতো গাড়ি সংস্থাগুলো প্রতি বছর নতুন মডেল চালু করে। নতুন মডেল মানেই প্রডাকশন লাইনে আনতে হয় পরিবর্তন। আগের প্রক্রিয়াটি ছিল অনেক জটিল। তবে ফাইভ-জি অ্যাডভান্স ব্যবহারের ফলে যন্ত্রপাতিগুলোকে একটি এক্সটার্নাল টার্মিনালে যুক্ত করলেই হয়। এতে উৎপাদন প্রক্রিয়ার রূপান্তরের সময় ও খরচ দুটোই কমেছে।'

-রাসেল/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি।