পর্দা উঠলো ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
2024-01-21 14:36:16

জানুয়ারি ২০,ঢাকা: ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এই শ্লোগানে শুরু হয়েছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউয়ে লি ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

উদ্বোধনের পর দেখানো হয় ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ও জয়া আহসান অভিনীত 'ফেরেশতে'। এরপরই দেখানো হয় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এবং শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা 'মুজিব:একটি জাতির রূপকার'

 

রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ৯দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। বরাবরের মতো এবারও ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দা ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম বিভাগে বাংলাদেশ ও চীনসহ ৭৪টি দেশের প্রায় আড়াইশটি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

ঐশী/শান্তা/হাশিম

তথ্য ও ছবি: সিএমজি বাংলা।