পুনরায় ব্যবহারযোগ্য রকেট চুছিয়ে-৩ অবতরণে সফল চীন
2024-01-20 15:18:59


 

জানুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: পুনরায় ব্যবহার উপযোগী রকেট চুছিয়ে-৩ এর উল্লম্ব অবতরণের সফল পরীক্ষা হয়েছে উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে। চীনের তৈরি এটাই প্রথম তরল জ্বালানিযুক্ত স্টেইনলেস ইস্পাতের রকেট, যার এমন খাড়া অবতরণ ঘটানো সম্ভব হয়েছে।

 

চীনা বেসরকারি কোম্পানি ল্যান্ডস্কেপ তৈরি করেছে রকেটটি। তারা জানালো, কম উচ্চতা ও কম গতিতে থাকা একটি রকেটের খাড়াখাড়ি অবতরণের সক্ষমতা যাচাই করা হয়েছে এ ফ্লাইটে।  এতে দেখা গেছে, রকেটের নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ইঞ্জিন থ্রাস্টের সঙ্গে অবতরণের নির্দেশিকা এবং নিয়ন্ত্রণ অ্যালগরিদমের সমন্বয় রয়েছে।

 

চুছিয়ে-৩ এর ব্যাস সাড়ে চার মিটার এবং এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে তরল অক্সিজেন-মিথেন। প্রথম পর্যায়ে অন্তত ২০ বার ব্যবহার করার মতো করে নকশা করা হয়েছে রকেটটিকে। এটি একইসঙ্গে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে।

 

বিশ্বের প্রথম তরল অক্সিজেন-মিথেন জ্বালানি ব্যবহার করে কক্ষপথে যাওয়া প্রথম রকেটটি ছিল চুছিয়ে ২।

 

ল্যান্ডস্কেপের প্রধান নির্বাহী চাং ছাংউয়ের মতে, কাঠামোটি স্টেইনলেস স্টিলের হওয়ার কারণে এ রকেটের উৎপাদন খরচ অনেক কমানো যাবে এবং উৎপাদনের সময়কালও কমে আসবে। উচ্চ তাপমাত্রা প্রতিরোধের সক্ষমতা থাকায় এ রকেটে একাধিক উড্ডয়ন ও অবতরণের সুবিধাও পাওয়া যাবে।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি।