ওরা লিখলো ‘ফু’
2024-01-20 15:51:46

 

জানুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: আসন্ন নববর্ষ উপলক্ষ্যে নানা রকম রীতি রেওয়াজ পালিত হচ্ছে চীন জুড়ে। চিয়াংশি প্রদেশের চিয়ান এর একটি প্রাথমিক বিদ্যালয়ে অনেক শিশু একসঙ্গে লাল কাগজের উপর লিখলো ‘ফু’ শব্দটি। ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়ার জন্য এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। এর মাধ্যমে শিশুরা চীনা হস্তলিপি ক্যালিগ্রাফির সঙ্গে পরিচিত হলো। পাশাপাশি সংস্কৃতি বিষয়েও জানতে পারলো।

চীনা ক্যারেকটার ‘ফু’ এর অর্থ হলো আনন্দ, আশীর্বাদ ও সৌভাগ্য। বসন্ত উৎসবের আগে লাল কাগজে ফু লিখে দরজা, জানালা, দেয়ালে ফু লিখে পেস্ট করার রীতি রয়েছে সারা চীনে। এর মাধ্যমে শুভ  কামনা প্রকাশ করা হয়।

শান্তা/রহমান