দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও ব্রাজিলের রাষ্ট্রপতির উপদেষ্টা
2024-01-20 15:20:19


জানুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উপদেষ্টা সেলসো আমোরিম। শুক্রবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দুজনের সাক্ষাতে উভয়ই কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

ওয়াং ২০২৪ সালে আফ্রিকার চারটি দেশে তার প্রথম বিদেশ সফরের পরে বৃহস্পতিবার ব্রাজিল এবং জ্যামাইকা সফর শুরু করেছেন।

আমোরিম বলেন, ‘আজকের বিশ্বের পরিবর্তন ও বিশৃঙ্খলার মুখে, ব্রাজিল চীনের সাথে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে এবং দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতাকে একটি নতুন উচ্চতায় উন্নীত করতে ইচ্ছুক’।

তিনি জোর দিয়ে বলেন, ব্রাজিল তাইওয়ান প্রশ্নে চীনের অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং এক-চীন নীতি মেনে চলতে থাকবে, যা ব্রাজিলীয় সরকারের ঐক্যমত এবং এর  পরিবর্তন হবে না।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াংবলেন, , ব্রাজিল চীনের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব স্থাপনকারী প্রথম উন্নয়নশীল দেশ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার জন্য প্রথম বড় লাতিন আমেরিকান দেশ।

তিনি আরও বলেন, দুই দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে একীভূত, এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা দীর্ঘদিন ধরে চীন-লাতিন আমেরিকা সহযোগিতার অগ্রভাগে রয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করেছে।

ওয়াং বলেন, চীনা পক্ষ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকীকে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করার সুযোগ হিসেবে গ্রহণ করতে প্রস্তুত।

উভয় পক্ষ জাতিসংঘে সহযোগিতা জোরদার, ব্রিকস সহযোগিতা, চীন-ল্যাটিন আমেরিকা সহযোগিতা এবং সাউদার্ন কমন মার্কেট (মেরকোসুর) এর মতো উপ-আঞ্চলিক সহযোগিতা অন্বেষণের বিষয়েও মত বিনিময় করেছে।

 

শান্তা/রহমান

তথ্য: সিজিটিএন