‘অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের প্রজ্ঞা রয়েছে’
2024-01-20 15:52:57

জানুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: অব্যাহত উন্নয়ন, প্রবৃদ্ধি এবং গতিশীলতার মাধ্যমে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রজ্ঞার অধিকারী চীন। এমনটা বলেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব।

১৯৭১ সালে শোয়াব এই ফোরামের বার্ষিক সভাগুলো শুরু করেছিলেন। যা বিশ্বের চ্যালেঞ্জগুলোর সমাধান নিয়ে চিন্তাভাবনা করতে সুইস শহর ডাভোসে শীর্ষ ব্যবসায়ী ও বিশ্বনেতাদের মাঝে আগ্রহ তৈরি করে।

১৯৭৯ সালে শোয়াব প্রথম চীন সফর করেন। ১৯৭৮ সালে চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর পরই ফোরামের বার্ষিক সভায় চীনকে যোগ করার ব্যাপারে কাজ শুরু করেন শোয়াব।

‘৪৫ বছর আগে আমি চীনে আসি। আজকের সঙ্গে তুলনা করলে বলতে হবে—চীনের অর্থনৈতিক উন্নয়নের যাত্রাটি দারুণ আকর্ষণীয়। কিছু পরিসংখ্যানে চোখ বোলানো যেতে পারে। যেমন, ১৯৭৯ সালে চীনের জিডিপি আজকের তুলনায় শতগুণেরও কম ছিল। বাণিজ্যের পরিমাণ সেই সময়কার তুলনায় আজ একশ গুণেরও বেশি। চীন তখন স্পষ্টতই অনুন্নত দেশ ছিল। এখন প্রযুক্তির অনেক খাতে দেশটি নেতৃত্ব দিচ্ছে।’

ক্লাউস শোয়াব আরও বলেন, ‘চীন এখন জিডিপিতে বিশ্বের প্রায় ২০ শতাংশ প্রতিনিধিত্ব করছে। মাথাপিছু জিডিপির হিসাবে তা এখনও কম। তাই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গতিশীলতার অনেক অবকাশ এখনও চীনের রয়েছে।’

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।