বাংলাদেশে বাড়বে শীতের তীব্রতা
2024-01-20 15:21:24

জানুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: শনিবার বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। ঢাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে এসব তথ্য।

 শনিবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বাংলাদেশে। এ ছাড়া মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশের নদীর তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।

ঢাকা আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বাংলাদেশজুড়ে দিনের চেয়ে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিকে, কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে দেখা দেয় কনকনে ঠান্ডা। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। গত ১৮ জানুয়ারি ভোরে বাংলাদেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, তিনদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এতে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

ফয়সল/শান্তা

ছবি: নাসরুল্লাহ মানসুর, সিএমজি বাংলা