মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রথম জনসমক্ষে শেনচৌ ১৬’র নভোচারীরা
2024-01-20 18:39:48

জানুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ থেকে ফেরার পর চীনের শেনচৌ-১৬ মহাকাশ মিশনের তিন নভোচারী শুক্রবার বেইজিংয়ে প্রথম জনসমক্ষে আসেন এবং থিয়ানকং মহাকাশ স্টেশনে তাদের পাঁচ মাসের অবস্থানের বিস্ময়কর অভিজ্ঞতার কথা জানান।

চিং হাইপেং, ছু ইয়াং ছু এবং কুই হেইছাও- তিন মহাকাশচারী ৮০ দিন আগে মিশন শেষ করে পৃথিবীতে ফিরে আসেন। তাদের কোয়ারেন্টাইনে রাখা এবং স্বাস্থ্য পরীক্ষার বিষয়গুলো নিয়ে বেইজিংয়ে চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমকে অবহিত করা হয়।

বর্তমানে, তিনজন মহাকাশচারীই চমৎকার শারীরিক এবং মানসিক অবস্থায় আছেন, তাদের শরীরের ওজন ফ্লাইট-পূর্ব পর্যায়ে স্থিতিশীল হয়েছে।

মহাকাশে তাদের ১৫৪ দিনের অবস্থানের সময়, ক্রুরা একটি স্পেসওয়াক, স্পেস স্টেশন থেকে বক্তৃতা প্রদান এবং বেশ কয়েকটি ক্ষেত্রে কার্গো পরিবহনে সহায়তাসহ বিভিন্ন কাজ সম্পন্ন করেছেন।

নভোচারী কুই বলেন, ‘আমরা শুধু পরীক্ষা-নিরীক্ষাই করিনি; আমরা নিজেরাও পরীক্ষা-নিরীক্ষার বিষয় ছিলাম। আমরা শূন্য মাধ্যাকর্ষণ পরিবেশের মজা উপভোগ করেছি, এবং একই সাথে বৈজ্ঞানিক অনুসন্ধান উপভোগ করেছি। একজন সাধারণ মানুষ হিসাবে, আমি খুব গর্বিত বোধ করি।’

তিন মহাকাশচারীকে ২০২৩ সালের ৩০ মে শেনচৌ ১৬ মহাকাশযানে করে মহাকাশে পাঠানো হয়। নির্ধারিত মিশন শেষে ২০২৩ সালের ৩১ অক্টোবর তারা নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।

হাশিম/শান্তা