লক্ষ্য ছাড়িয়ে গেছে চীন-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য
2024-01-19 19:00:59

জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: বিস্তৃত পরিসরে পারস্পরিক সহযোগিতার যে ব্যবস্থা চীন-রাশিয়া গড়ে তুলেছে তা এখন সব ক্ষেত্রেই দ্রুত বিকশিত হচ্ছে। বৃহস্পতিবার মস্কোয় অনুষ্ঠিত রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক বার্ষিক সম্মেলনে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

এ সময় লাভরভ বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক সব ক্ষেত্রেই বেড়ে চলেছে। অর্থনীতির উদাহরণ হিসেবে বলা যায়, রাশিয়া ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৩ সালে ২০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এই উন্নয়নের গতি অব্যাহত থাকবে।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করছে রাশিয়া ও চীন। বিভিন্ন স্তরে দুই দেশের মধ্যে আলাপ-আলোচনার সুযোগ তৈরিতে চলতি বছরের জন্য বেশ কয়েকটি অনুষ্ঠানের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।