বিরল প্রজাতির প্রাণীর দেখা মিলেছে সিচাংয়ে
2024-01-19 18:56:16

জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক:  চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ে(তিব্বত) দেখা পাওয়া গেছে বিরল প্রজাতির প্রাণীর। আলোকচিত্রীর ক্যামেরায় সম্প্রতি ধরা পড়েছে হিমালয়ান গোরাল এবং হিমালয়ান মোনাল।

হিমালয়ান গোরাল হিমালয় পর্বতমালার বিভিন্ন স্থানে বাস করে। এই ধূসর গোরাল ঝুঁকির মুখে রয়েছে। কারণ এর বসবাসের স্থান যেমন ক্রমশ সংকুচিত হচ্ছে তেমনি মাংসের জন্য চোরা শিকারীরা একে শিকার করে থাকে।  হিমালয়ান গোরালের উচ্চতা ৯৫ থেকে ১৩০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। নারী-পুরুষ উভয় গোরালের মাথাতেই শিং থাকে।

তিতির ধরনের বিরল প্রজাতির পাখি হিমালয়ান মোনাল তার বিচিত্র বর্ণের জন্য অত্যন্ত আকর্ষণীয়। পুরুষ পাখিটির রং বেশি আকর্ষণীয়। নেপালের জাতীয় পাখি হিমালয়ান মোনাল।

গত কয়েক বছরে চীনের জীববৈচিত্র্য সংরক্ষণমূলক কাজের ফলে বাস্তুসংস্থানের উন্নতি ঘটেছে এবং বিরল প্রজাতির প্রাণীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

শান্তা/ফয়সাল