চীনের হাত ধরে ঘুরে দাঁড়াবে বিশ্ব বাণিজ্য: ডাভোস সম্মেলনে বিশ্বনেতারা
2024-01-19 19:08:38

জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতির যে জোরাল পুনরুদ্ধার হয়েছে, তাতেই বিশ্ব বাণিজ্য দ্রুত ঘুরে দাঁড়াবে। এমনটা আশা করছেন সুইজারল্যান্ডের ডাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামে আসা বিশ্বনেতা ও ব্যবসায়ীরা।

গত মঙ্গলবার থেকে ১২০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা দুই হাজার আটশ জনেরও বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন ফোরামের বার্ষিক সম্মেলনে।

সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বিশ্বনেতাদের জানিয়েছেন, গতবছর চীনের মোট অভ্যন্তরীণ উৎপাদান তথা জিডিপি ছিল প্রায় ৫ দশমিক ২ শতাংশ। যা কিনা প্রত্যাশার চেয়ে সামান্য বেশি।

সুইস-এশিয়া চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট উরস লুস্টেনবার্গার বলেন, ‘চীনা অর্থনীতির পারফরম্যান্স দারুণ আকর্ষণীয়। এটি বিশ্বের প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সূচক। আপনার যদি একটি আন্তর্জাতিক কোম্পানি থাকে এবং পণ্যটা যদি বৈশ্বিক হয়, তবে চীনে আপনার উপস্থিতি না থাকা মানে আপনি অনেক কিছু হারাচ্ছেন।’

সম্মেলনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে বলেছেন, তার দেশের সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনের ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক তৈরি হয়েছে।

চিলির অর্থনীতিবিদ মার্সেলা ভেরা বলেছেন, “চীন সফলভাবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’র (বিআরআই) মাধ্যমে উন্নয়নের সুবিধা ভাগাভাগি করার একটা ব্যবস্থা তৈরি করেছে, যা বিশ্ব অর্থনীতিতে অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।