শিল্প উৎপাদনে টানা ১৪ বছর বিশ্বসেরা চীন
2024-01-19 19:10:18

জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: টানা ১৪ বছর শিল্পপণ্য উৎপাদনের কেন্দ্র হিসেবে বিশ্বে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে চীন। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি)।

এমআইআইটি-এর ভাইস মিনিস্টার সিন কুয়োপিন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তথ্য ও যোগাযোগ শিল্পের বিকাশের পাশাপাশি ২০২৩ সালে চীনের শিল্প অর্থনীতিতে উন্নতির ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

তিনি বলেন, ‘২০২৩ সালে একটি নির্দিষ্ট সীমার উপরে থাকা শিল্প উদ্যোগের মোট উৎপাদন-মূল্য আগের বছরের চেয়ে বেড়েছে চার দশমিক ৬ শতাংশ। এই বৃদ্ধির হার ২০২২ সালের তুলনায় এক-শতাংশ-পয়েন্ট বেশি ছিল।’

আর এ কারণে টানা ১৪ বছর শিল্পপণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে বিশ্বসেরা অবস্থানটি চীন ধরে রেখেছে বলেও জানান তিনি।

এখানে সীমার উপরে থাকা শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে যাদের মূল ব্যবসায়িক কার্যক্রম থেকে বছরে ২ কোটি ইউয়ান বা তার বেশি আয় হয়।

সিন কুয়োপিন জানান, গত বছরের নভেম্বরের শেষ নাগাদ চীনে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৪ লাখ ৮৩ হাজারে পৌঁছেছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৩২ হাজার বেশি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।