সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ারের সাক্ষাৎ
2024-01-19 18:59:43

জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক ট্রেজারি সেক্রেটারি টিমোথি গেইথনারের (বর্তমান ওয়ারবার্গ পিনকাসের চেয়ারম্যান) সঙ্গে দেখা করেছেন চীনের ভাইস প্রিমিয়ার হ্য লিফেং। বৃহস্পতিবার বেইজিংয়ে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, চীনের অর্থনীতি, পুঁজিবাজার এবং অন্যান্য বিষয় নিয়ে আলাপ করেছেন তারা।

হ্য লিফেং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য। তিনি বলেন, চীনের অর্থনীতি পুনরুদ্ধারের গতি বজায় রেখেছে, উন্নয়নেও ধরে রেখেছে উচ্চমানের অগ্রগতি।

তিনি বলেন, চীন বহির্বিশ্বের কাছে উন্মুক্ত থাকবে এবং ব্যবসায়িক পরিবেশকে এমন উচ্চতায় পৌঁছাবে যা হবে আরও বাজার-ভিত্তিক, আইন-ভিত্তিক ও বৈশ্বিক।

ওয়ারবার্গ পিনকাস প্রতিষ্ঠানটিকে চীনের পুঁজিবাজার নির্মাণে অংশ নিতে এবং উন্নয়নের সুযোগে অংশীদার হওয়ার জন্য চীন স্বাগত জানায় বলেও জানান হ্য লিফেং।

ওয়ারবার্গ পিনকাস ৩০ বছর ধরে চীনে রয়েছে এবং এটি চীনের প্রথম দিকের বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা এবং বিনিয়োগ কোম্পানিগুলোর একটি বলে উল্লেখ করেন গেইথনার। তিনি বলেন, চীনের বাজারে ওয়ারবার্গ পিনকাস ভবিষ্যতে আরও গভীরভাবে কাজ চালিয়ে যাবে।

ফয়সল/শান্তা