চীনের সঙ্গে বাড়ছে সাংস্কৃতিক আদান প্রদান, চায়না সাউথ এশিয়া সেন্টারের উদ্বোধন
2024-01-18 18:32:23

ঢাকা, জানুয়ারি ১৭, সিএমজি বাংলা: চীনের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ছে এবং দুইদেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের ইয়ুননান প্রদেশের সিপিসি পার্টি কমিটির পাবলিসিটি বিভাগের ডেপুটি ডিরেকটর এবং ইয়ুননান প্রভেনশিয়াল সিভিলাইজেশন অফিসের চেয়ারম্যান ফেং বিন। বুধবার ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের চীনা দূতাবাস, ইয়ুননান প্রাদেশিক ও বৈদেশিক অ্যাফেয়ারস অফিসের তথ্য বিভাগ, ইয়ুননান বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের যৌথ আয়োজনে ‘ইয়ুননান: এ মেনি স্প্লেনডারড লাইফ ফেস্টিভ ভাইভ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান হয়। একই সঙ্গে নর্থ সাউথ ইউনিভারসিটির চায়না সাউথ এশিয়া সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইয়ুয়ে লি ওয়েন, ইয়ুননান প্রাদেশিক সরকারের ফরেন অ্যাফেয়ারস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা হাও কুন, ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক হু চিনমিং প্রমুখ।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম সফররত চীনা দলকে স্বাগত জানিয়ে বলেন,ইয়ুননান প্রদেশ বৈচিত্র্যময় সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ; বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ কিভাবে শান্তিতে সৌহার্দ্যপূর্ণভাবে সহ অবস্থান করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ইয়ুননান।

প্রদর্শনীতে একশর বেশি আলোকচিত্রে ইয়ুননান প্রদেশের প্রকৃতি, বিভিন্ন জাতির সংস্কৃতি ও জনগনের জীবনযাত্রা তুলে ধরা হয়। চীনের আসন্ন বসন্ত উৎসব উপলক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আগামিতে আরাও বেশি শিক্ষার্থী বিনিময় এবং সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

শান্তা/হাশিম