বর্ণিল চীন
2024-01-18 18:42:20

জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এখন সাজ সাজ রব। এগিয়ে আসছে সবচেয়ে বড় উৎসবের দিন। বসন্ত উৎসবের প্রস্কুতিতে মেতে উঠেছে সর্বস্তরের জনগণ। কাগজ কেটে তৈরি হচ্ছে শিল্পকর্ম। জানালার জন্য কাগজ-কাটা  কারুশিল্পের নকশা। লাল লণ্ঠন দিয়ে সাজানো হচ্ছে পথঘাট। ড্রাগন ডান্স ও লায়ন ডান্সের প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। বিভিন্ন স্থানে সাংস্কৃতিক উৎসবে লায়ন ডান্স এবং ড্রাগন ডান্স পরিবেশনাও চলছে।

দোকান থেকে কেনা হচ্ছে লাল রঙের ঐতিহ্যবাহী ওয়াল হ্যাংগিং। চীনে লাল রঙকে শুভ বরৈ মনে করা হয়। তাই চারিদিকে এখন লাল রঙের ছড়াছড়ি। শুভবাক্য লেখা লম্বা লাল কাগজ পেস্ট করা হচ্ছে দরজার দুপাশে। ঘরে ঝুলানো হচ্ছে সৌভাগ্যসূচক ওয়াল হ্যাংগিং।

ক্যালিগ্রাফিতে লাল কাগজের উপর লেখা হচ্ছে ‘ফু’ শব্দ। কারণ এটি সৌভাগ্যসূচক। কাগজের উপর আরও নানা রকম ধাঁধা ও শুভবাক্য লেখা হচ্ছে।  ২০২৪ ড্রাগন বর্ষ। ড্রাগন পুতুলে তাই ভরপুর চীনের বাজার।

সবমিলিয়ে চীন এখন রঙিন হয়ে উঠেছে।

শান্তা/ রহমান