ঢাকায় বর্ণাঢ্য স্প্রিং ফেস্টিভ্যাল গালায় চীন ও বাংলাদেশের বন্ধুত্বের বার্তা
2024-01-18 18:37:10

জানুয়ারি ১৮, ঢাকা: দ্য ২০২৪ "ভয়েসেস অফ স্প্রিং, গোল্ডেন ড্রিমস" শিরোনামে বাংলাদেশে হয়ে গেল ক্রস বর্ডার স্প্রিং ফেস্টিভ্যাল ইভনিং গালা। বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই গালার আয়োজন করা হয়। 

ইয়ুননানের প্রাদেশিক সরকার এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের যৌথ আয়োজিত এই গালায় উপস্থিত ছিলেন নবনিযুক্ত সমাজকল্যানমন্ত্রী ডা. দীপু মনি, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনের ইয়ুননান প্রভিন্সিয়াল কমিটি অব সিপিসির পাবলিসিটি বিভাগের ভাইস মিনিস্টার ও ইয়ুননান  প্রভিন্সিয়াল সিভিলাইজেশ্যন অফিসের ডিরেক্টর ফেং বিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ দূতাবাস ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরানো উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, সংস্কৃতির বিনিময়ে এ সম্পর্ক আরও গভীর হবে। তিনি আরও বলেন, চীনের সহযোগিতায় ১৪টি মেগা প্রকল্প সম্পন্ন হয়েছে এবং চলছে। এসব মেগা প্রকল্পের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। দ্বি-পাক্ষিক সুসম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। 

আসন্ন চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই ধরণের আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও বাড়বে এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রভাবিত হবে। এসময় ২০২৫ সাল শেষে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের কথা জানান তিনি। 

অনুষ্ঠানে চীনের ইয়ুননান প্রদেশ থেকে আসা এক ঝাঁক শিল্পীর ঐতিহ্যগত নাচ, গান, অ্যাক্রোবেটিক্স, বাদ্যযন্ত্র ও  জাদুসহ  মনোমুগ্ধকর নানা পরিবেশনায় মুখরিত হয় গোটা আয়োজনস্থল। পাশাপাশি ছিলো বাংলাদেশের খুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

ঐশী/শান্তা

ছবি: সিএমজি বাংলা