দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি বাড়াবে চীন ও বাংলাদেশ
2024-01-18 18:33:21

জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি সম্প্রসারণে সম্মত হয়েছে চীন ও বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আহসানুল ইসলাম টিটু বুধবার দ্বিপাক্ষিক আলোচনায় এ বিষয়ে সম্মত হন।

উভয় পক্ষ চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বড় অর্জনের কথা উচ্চারণ করেন।চীনে উচ্চমানের বাংলাদেশি পণ্য রপ্তানির কথাও আলোচনা করেন তারা।

তারা চীন-বাংলাদেশ এফটিএ (মুক্ত বাণিজ্য) আলোচনার প্রচার, দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য আরও আর্থিক সহায়তা প্রদান এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আরও চীনা উদ্যোগকে আকৃষ্ট করার বিষয়ে আন্তরিকভাবে আলোচনা করেছেন, যাতে বাংলাদেশকে তার রপ্তানি বহুমুখীকরণ কৌশল উপলব্ধি করতে এবং বাংলাদেশি জনগণের উপকারে সহায়তা করা সম্ভব হয়।

শান্তা/হাশিম