তীব্র শীতে বাংলাদেশের জনজীবনে স্থবিরতা
2024-01-18 18:35:02

জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: তীব্র শীতের কারণে বাংলাদেশের সব জায়গাতেই স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড শীতের মধ্যে দক্ষিণের বিভাগীয় শহর খুলনায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শুরু হয়েছে হালকা বৃষ্টি। বৃষ্টির পর তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে খুলনা আবহাওয়া অফিস। জানা যায়, গত কয়েকদিন খুলনার তাপমাত্রা ১১ থেকে ১২.৯ এর মধ্যে ওঠানামা করছে।

উত্তরের জেলা কুড়িগ্রামে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষণাগার ও আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার  সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

উত্তরের জেলা দিনাজপুরে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এ জেলায় গত দশ দিন ধরে ঘন কুয়াশা বৃষ্টির মতো ঝরছে। বৃহস্পতিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার ৮.৮ ডিগ্রি এবং রোববার  দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় এ জেলায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চারদিন পর বৃহস্পতিবার ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। বাতাসের আর্দ্রতা বিরাজ করছে ৯৭ শতাংশ।

শীতের কারণে বাংলাদেশের অনেক স্থানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে।

তবে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানী ঢাকায় কুয়াশা কাটিয়ে সূর্যের মুখ দেখা গেলে  জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে।

অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকার আশংকাও রয়েছে। বৃহস্পতিবার  সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে  বৃহস্পতিবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের উত্তর-উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

এদিকে বৃহস্পতিবার  মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশায় বিমান, অভ্যন্তরীন নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

 

শান্তা/রহমান