চালকবিহীন টহল গাড়ির পরীক্ষামূলক চলাচল শুরু বেইজিংয়ে
2024-01-17 18:48:05

জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: প্রথমবারের মতো চালকবিহীন টহল গাড়ির পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে চীনে। বেইজিংয়ের ইচুয়াংয়ের নির্ধারিত অঞ্চলে এখন চলছে চালকবিহীন পুলিশ-পেট্রোল কারের সড়ক-পরীক্ষা।

বেইজিং মিউনিসিপ্যাল জননিরাপত্তা ব্যুরোর তাশিং শাখার কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ইচুয়াংয়ে প্রাথমিক অবস্থায় ১৫টি চালকবিহীন পুলিশ টহল গাড়ি নেমেছে। পুলিশের গাড়ির মতোই ফ্ল্যাশিং লাইট রয়েছে গাড়িগুলোতে।

নিয়মিত টহলসহ বড় ধরনের অনুষ্ঠানে নিরাপত্তা, জনসাধারণের জন্য ঘোষণা, সতর্কতা জারি এবং জরুরি উদ্ধারকাজে গাড়িগুলোর উপযোগিতা পরীক্ষা করা হচ্ছে।

টহল গাড়িগুলো তৈরি করেছে নিওলিক্স নামের একটি প্রতিষ্ঠান। এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চাং ওয়েলিং জানান, ‘বিদ্যুৎচালিত চালকবিহীন টহল গাড়িগুলোতে চতুর্থ ধাপের ড্রাইভিং প্রযুক্তি রয়েছে। এগুলো ৩০ সেকেন্ডের মধ্যে ব্যাটারি বদলাতে পারবে এবং গাড়িগুলোর সীমা হবে ১০০ কিলোমিটার।’

চালকবিহীন যানগুলো ১২০ মিটার পর্যন্ত বিভিন্ন ঘটনা শনাক্ত করতে পারবে এবং এর মাল্টিসেন্সর কাজ করবে ৩৬০ ডিগ্রি পর্যন্ত। এর ভেতর আছে শক্তিশালী কম্পিউটিং প্ল্যাটফর্ম। যা দিয়ে তাৎক্ষণিকভাবে রাস্তার অবস্থার ওপর ভিত্তি করে তথ্য প্রক্রিয়াকরণ করতে পারবে এবং সেই অনুযায়ী সাড়াও দিতে পারবে।

আপাতত চালকবিহীন গাড়িগুলো ইচুয়াংয়ের পরীক্ষামূলক অঞ্চলের ৬০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে টহল দেবে।

২০২০ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ের ১৬০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হয় স্বনিয়ন্ত্রিত গাড়ির পরীক্ষামূলক চলাচলের বিশেষ এলাকা। সেখানকার রাস্তাগুলো একটি আরেকটির সঙ্গে প্রযুক্তিগতভাবে সংযুক্ত এবং গোটা শহর একটি স্মার্ট সিটি নেটওয়ার্কের আওতায় আছে। সেখানকার রাস্তায় এখন পরীক্ষামূলকভাবে চলছে ২৮টি প্রতিষ্ঠানের প্রায় ৮০০টি চালকবিহীন গাড়ি।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।