ইইউ’র সঙ্গে অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে চীন: লি ছিয়াং
2024-01-17 18:49:14

জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, তার দেশ পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধার নীতির ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে, সংলাপ ও সহযোগিতায় অটল থাকতে, পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফল অর্জনের জন্য এবং সঠিকভাবে মতপার্থক্য নিরসনে ইইউ’র কাজ করতে প্রস্তুত রয়েছে।

                                               

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে মঙ্গলবার ইইউ সভাপতি উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন তিনি।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে উদ্ধৃত করে লি বলেন, চীন-ইইউ সম্পর্ক কৌশলগত তাৎপর্য এবং বৈশ্বিক প্রভাব বহন করে। ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক গভীর করা চীনের জন্য সর্বদা একটি কূটনৈতিক অগ্রাধিকার বলেও মন্তব্য করেন লি।

বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে চীন ইইউ থেকে আরও পণ্য আমদানি করতে প্রস্তুত রয়েছে বলেও জানান লি। তিনি বলেন, বেইজিং আশা করে যে ইইউ চীনে উচ্চ প্রযুক্তির পণ্য রপ্তানি বিধিনিষেধ শিথিল করবে।

শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ও পর্যটনের ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানান চীনের প্রধানমন্ত্রী।

ভন ডের লেয়েন বলেন, ইইউ চীনের ক্রমাগত উন্মুক্তকরণের প্রশংসা করে এবং চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছা রাখে না।

তিনি বলেন, ইইউ চীনের সাথে সংলাপ ও যোগাযোগ জোরদার করতে প্রস্তুত এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা গভীর করতে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের এগিয়ে নিতে, জনগণের মধ্যে জনগণের বিনিময় বৃদ্ধি এবং ইইউ’র আরও উন্নয়নের জন্য চীনের সাথে কাজ করতে প্রস্তুত।

হাশিম/ঐশী

তথ্য ও ছবি: সিনহুয়া।