কার্বন হ্রাসে শহর ও শিল্প পার্কের তালিকা প্রকাশ করলো চীন
2024-01-17 18:46:21

জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: সমন্বিত উদ্ভাবনের জন্য দূষণ ও কার্বন নিঃসরণ হ্রাসে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে শহর ও শিল্প প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে চীন। সম্প্রতি দেশটির প্রতিবেশ ও পরিবেশ মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করে।

এ পাইলট প্রকল্পের প্রথম ধাপে চীনের মোট ২১টি শহর এবং ৪৩টি শিল্প পার্ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রকল্পের আওতায় আছে বাওতিং, ওর্তোস, উসি, সিয়ামেন এবং সি-আনের মতো সম্পদ-ভিত্তিক, শিল্প, এবং পরিবেশবান্ধব শহরগুলো।

লোহা ও ইস্পাত, অলৌহঘটিত ধাতু, পেট্রোকেমিক্যাল, যানবাহন এবং সরঞ্জাম উৎপাদনকারী শিল্প পার্কগুলোকে প্রকল্পের জন্য তালিকাভুক্ত করেছে মন্ত্রণালয়।

দ্বিতীয় ধাপে পরিস্থিতি অনুযায়ী পাইলট প্রোগ্রামগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং নিয়মিত প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

শুভ/ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।