তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, বৃষ্টির আশংকা
2024-01-16 20:01:40

জানুয়ারি ১৬, ঢাকা: পৌষের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশে শুরু হয়েছে প্রচণ্ড শীত। হাড় হিম করা শীতে সূর্যের দেখা মেলেনি গত কয়েকদিন। দিন যতো যাচ্ছে তাপমাত্রার পারদও নিম্নমুখী। সঙ্গে গায়ে কাঁটা দেওয়া হিমেল হাওয়ার দাপটে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আশংকাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার  বিভিন্ন জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার তুলনা করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। ঢাকায় সর্বোচ্চ ১৮ দশমিক ১ এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের পাশাপাশি কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। শীত থেকে বাঁচতে অনেকেই ছুটছেন ফুটপাতসহ গরম কাপড়ের দোকানগুলোতে। বিভিন্ন এলাকায় বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরও এক সপ্তাহ এ পরিস্থিতি বিরাজ করতে পারে। এছাড়া, আবহাওয়া অফিস সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলেছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান সিএমজি বাংলাকে জানান, ঘন কুয়াশার কারণে সূর্যের কিরণ ভূপৃষ্ঠে আসতে না পারায় শীতে তীব্রতা বেশি মনে হচ্ছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। যদিও বুধ, বৃহস্পতি, শুক্রবারে কিছুটা বৃষ্টিপাতের আশংকা রয়েছে। বৃষ্টির পরে কুয়াশার ভাব কমবে। শীত কমে তাপমাত্রাও কিছুটা বাড়বে।

অন্যদিকে শীতে কৃষিতেও বিরূপ প্রভাব পড়েছে। প্রচণ্ড শীতে আলু ক্ষেতে পচানি রোগ দেখা দিয়েছে ও অনেক বোরো ধানের বীজতলার চারা হলুদ হয়ে গেছে।

এ সময়টায় যতটা সম্ভব ঘরের ভেতর থাকা এবং শরীরকে সবসময় গরম রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি সবসময় গরম খাবার খাওয়া, গরম পানি পান করার কথা বলছেন তারা।

 শুভ /শান্তা

ছবি: নাসরুল্লাহ মানসুর, সিএমজি বাংলা