চীনের পরবর্তী অর্থনৈতিক অঞ্চল হতে চলেছে শাংহাইয়ের লিনকাং
2024-01-16 20:00:13

জানুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: শাংহাইয়ের লিনকাং মুক্ত বাণিজ্য অঞ্চলে নির্মাণ করা হয়েছে এক অভিনব স্থাপনা। লিনকাং গ্রুপের তত্ত্বাবধানে নির্মিত ‘রিং অব লিনকাং গ্লোরি’ তথা লিনকাংয়ের বৃত্তাকার গৌরব নামের এ স্থাপনাই হতে চলেছে চীনের অর্থনীতির ভবিষ্যৎ মাইলফলক। সোমবার সর্বশেষ অংশটি জুড়ে দেওয়ার মাধ্যমে শেষ হয় এ স্থাপনার কাজ।

চায়না কনস্ট্রাকশনের অষ্টম প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী শি ওয়াংপেং জানান, ‘পুরো প্রক্রিয়াটি শেষ হতে তিন দিন লাগবে। এরপর আমরা যন্ত্রপাতিগুলো সরিয়ে ফেলবো। বসন্ত উৎসবের আগেই পুরো কাঠামোর নির্মাণকাজ শেষ হবে। ছুটির পর একটা পর্দার প্রাচীরও বসাবো এতে।’

শাংহাইয়ের কেন্দ্রস্থল থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত ভবনটি লিনকাং মুক্ত বাণিজ্য অঞ্চলের তিশুই লেক ফাইন্যান্সিয়াল বে এলাকার একটি গুরুত্বপূর্ণ অংশ।

উপসাগরীয় আর্থিক এ অঞ্চলের প্রথম পর্যায়ের নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে। এ বছরের শেষ নাগাদ এটি পুরোপুরি চালু হবে বলে আশা করা হচ্ছে।

রিং অব লিনকাং গ্লোরির প্রকল্প ব্যবস্থাপক ওয়াং বিন জানান, ‘এই অঞ্চলটি শাংহাইয়ের আরেক লুচিয়াচুই হতে চলেছে। কারণ ২০৩৫ সালের মধ্যে এক ট্রিলিয়ন ইউয়ানের জিডিপির অঞ্চল হতে বদ্ধপরিকর লিনকাং। আর তাই একটি আর্থিক হাব তৈরি করা ছিল সর্বোচ্চ অগ্রাধিকার।’

অন্যদিকে তিশুই লেক ফাইন্যান্সিয়াল হাবটি এখন নির্মাণাধীন। তবে এ অঞ্চলের আছে এক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা। আর্থিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানসহ মোট ৮০০টি কম্পানি এখানে বিনিয়োগ নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।