জাহাজ নির্মাণশিল্পে টানা ১৪ বছর বিশ্বে সেরা অবস্থানে চীন
2024-01-15 18:43:39

জানুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: জাহাজ নির্মাণশিল্পে টানা ১৪ বছর বিশ্বে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে চীন। এ শিল্পের তিনটি সূচকেই বিশ্বসেরা হয়েছে দেশটি। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।

গত ১২ মাসে চীনের জাহাজ নির্মাণশিল্পের মোট উৎপাদন ছিল ৪ কোটি ২৩ লাখ ২০ হাজার ডেডওয়েট টন (সমগ্র জাহাজ)। এর আগের বছরের চেয়ে যা ছিল ১১ দশমিক ৮ শতাংশ বেশি এবং যা গতবছরে বিশ্বের জাহাজ-শিল্পের মোট উৎপাদনের ৫০ দশমিক ২ শতাংশ। 

একই সময়ের মধ্যে চীনের জাহাজ নির্মাণশিল্প পেয়েছে ৭ কোটি ১২ লাখ টনের অর্ডার। যা তার আগের বছরের চেয়ে ৫৬ দশমিক ৪ শতাংশ বেশি।

আবার গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ জাহাজ নির্মাণশিল্পে চীনের হাতে থাকা অর্ডারের পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি ৯৪ লাখ ডেডওয়েট টন। যা বিশ্বের মোট অর্ডারের ৫৫ শতাংশ।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালে জাহাজ নির্মাণে মোট উৎপাদনের বিচারে বিশ্বসেরা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে চীনের প্রতিষ্ঠান ছিল ৫টি। নতুন অর্ডারের সূচকে সেরা দশে ছিল ৭টি চীনা প্রতিষ্ঠান এবং হাতে থাকা অর্ডারের সূচকে ছিল ৬টি প্রতিষ্ঠান।

 গত বছর একটি সুপরিসর প্রমোদতরী সরবরাহ করার মাধ্যমে চীনের জাহাজ নির্মাণশিল্পের মুকুটে যোগ হয়েছে তিন নম্বর ‘মুক্তা’। বড় তরল জ্বালানি বহনকারী জাহাজ, বিমানবাহী জাহাজ এবং সুবিশাল প্রমোদতরী—এ তিনটিকে বলা হয় এ শিল্পের ‘তিন মুক্তা’।

২০২৩ সালে চীনের তৈরি অ্যাডোরা ম্যাজিক লাইনার নামের প্রমোদতরীটি প্রথম বাণিজ্যিক যাত্রা করে এ মাসের শুরুর দিকে। সাত দিনে জাহাজটি জাপান থেকে তিন হাজারেরও বেশি যাত্রী নিয়ে পৌঁছায় দক্ষিণ কোরিয়ায়।

ফয়সল/হাশিম

তথ্য ও ইনফোগ্রাফ: সিজিটিএন, ছবি: সিসিটিভি।