আলোড়ন তুলেছে মিষ্টি শিশুরা
2024-01-15 18:28:06

জানুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ আলোড়ন তুলেছে ওরা। মিষ্টি একদল শিশু।

 দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিং থেকে এই শিশুরা দল বেঁধে বেড়াতে এসেছে উত্তরের প্রদেশ হেইলংচিয়াংয়ের হারবিনে। তাদের সুন্দর ইউনিফর্ম আর কিউট ভাবভঙ্গীর জন্য নেটিজেনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তারা। তাদের নাম দেয়া হয়েছে ‘মিষ্টি ট্যাংগারিন’।

বিশেষ করে দক্ষিণ দিক থেকে এই শীতের সময় বরফঢাকা উত্তরে বেড়াতে আসা, ক্যাম্প করা সবটাই দারুণ সাহসের কাজ বলে বিবেচনা করা হচ্ছে। হেইলংচিয়াং এবং কুয়াংসি চুয়াংয়ের মধ্যে বিনিময় ও যোগাযোগ বৃদ্ধিতেও ভালো অবদান রেখেছে এই ট্যুর। দুই প্রদেশ ও অঞ্চল ফল উপহার পাঠিয়েছে পরষ্পরের জন্য।

১১টি শিশু এই ট্যুরে রয়েছে। তারা হারবিন পোলার পার্কে পেঙ্গুইন দলের সঙ্গেও মোলাকাত করেছে। পেঙ্গুইনদের সঙ্গে শিশুদের ছবিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শান্তা/হাশিম