মিশরের প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং ই’র বৈঠক; দ্বিপাক্ষিক সম্পর্ক, গাজা সংঘাত নিয়ে আলোচনা
2024-01-15 18:32:24

জানুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি রোববার কায়রোয় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন এবং গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের গুরুত্বের উপর জোর দেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং প্রথমে সিসিকে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, সি এবং সিসি একটি দৃঢ় পারস্পরিক বিশ্বাস এবং গভীর বন্ধুত্ব প্রতিষ্ঠা করেছেন, যা 'চীন-মিশর সম্পর্কের জন্য সবচেয়ে শক্তিশালী কৌশলগত গ্যারান্টি।'

ওয়াং বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য সিসিকে অভিনন্দন জানান।

সিসি প্রেসিডেন্ট সিকে তাঁর উচ্চ সম্মান এবং আন্তরিক শুভেচ্ছা জানাতে বলেন ওয়াং ইকে। তিনি প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীনের মহান উন্নয়ন সাফল্য এবং আন্তর্জাতিক বিষয়ে তার ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অভিনন্দন জানান।

মিশরীয় নেতা বলেন, চীন একটি মহান দেশ, এবং কোনো দেশ বা শক্তি চীনের অগ্রগতি আটকাতে পারবে না। মিশর সর্বদা এক-চীন নীতি মেনে চলবে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করবে বলেও জানান তিনি।

মিশরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে জোরালো সমর্থনের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিসি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় মিশর ও চীনের যৌথ নির্মাণ  উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

গাজা উপত্যকায় চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে, উভয়পক্ষ সম্মত হয়েছে যে, যত তাড়াতাড়ি সম্ভব একটি যুদ্ধবিরতি এবং সহিংসতার অবসান ঘটানো উচিত, যাতে সংঘাত আরও ছড়িয়ে না পড়ে।

এ ছাড়াও রোববার, ওয়াং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির সঙ্গে বৈঠক করেন এবং চীন-মিশর ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের দ্বিতীয় পাঁচ বছরের বাস্তবায়ন রূপরেখা স্বাক্ষর করেন।

হাশিম/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।