এক চীন নীতি পুনর্ব্যক্ত করলো বিসিসিসিআই
2024-01-15 19:14:14

জানুয়ারি ১৫, ঢাকা: চীনের অখণ্ডতাকে স্বীকার করে এক চীন নীতির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।

সম্প্রতি চীনের তাইওয়ানের ‘নির্বাচন’ প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিসিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গণপ্রজাতন্ত্রী চীনের এক চীন নীতির প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন প্রকাশ করি। তাইওয়ানের চীনের অবিচ্ছেদ্য অংশ। আঞ্চলিক স্থিতিশীলতা এবং দেশগুলোর মধ্যে ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এক চীন নীতি। আমরা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধার নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করি। বিশ্ব শান্তি ও সহযোগিতার অগ্রগতির জন্য এক চীন নীতির কোনও বিকল্প নেই।

বিসিসিসিআই চীনের তাইওয়ানের স্বাধীনতা দাবি এবং এ সংক্রান্ত যে কোনও প্রচেষ্টার বিরোধিতা করে। এমন প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি সম্ভাব্য হুমকি তৈরি করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি ও নিয়ম মেনে চলার ওপর গুরুত্ব দেই। আমরা দৃঢ়ভাবে বাংলাদেশ সরকারকে এক চীন নীতির প্রতি আন্তরিকভাবে সমর্থন, তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার অনুরোধ করছি।

এদিকে চীনের বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশও দীর্ঘদিন ধরে এক চীন নীতির প্রতি সমর্থন জানিয়ে আসছে।

শুভ/শান্তা

তথ্য: চীনা দূতাবাসের ফেসবুক পেজ