জেএন.১ সাবভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করল চীন
2024-01-15 18:30:59

জানুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড-১৯’র সম্ভাব্য পুনরুত্থান নিয়ে সতর্ক করেছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। ভাইরাসটির সাবভ্যারিয়েন্ট জেএন.১’র কারণেই রোববার এ সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)।

চীনে নজরদারিতে থাকা অঞ্চলগুলোতে কোভিড ১৯-এ আক্রান্তের হার এক শতাংশের নিচে হলেও জেএন.১’র ক্রমবর্ধমান উপস্থিতির কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে স্বাস্থ্য কমিশন।

কমিশনের এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় ইনফ্লুয়েঞ্জা সেন্টারের প্রধান ওয়াং তায়ান জানান, ‘এ শীতে ও পরবর্তী বসন্তে শ্বাসযন্ত্রের একাধিক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো প্রভাবশালী জীবাণু হিসেবেই থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে।’

জেএন.১-এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন ওয়াং। এর মধ্যে আছে দেশের বাইরে থেকে আসা রোগী এবং জনগণের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশজুড়ে এখন কোভিড-১৯ কেসগুলোর মধ্যে ৬২ শতাংশই জেএন.১ ভ্যারিয়েন্ট। ইউরোপেও এটি বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে।

এ মুহূর্তে কোভিড-১৯ নিয়ে চাপ কম থাকলেও এর সম্ভাব্য নতুন জোয়ার নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে চীনের হাসপাতালগুলো। আর এর প্রস্তুতি হিসেবে, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, কর্মীবাহিনীর বণ্টন এবং প্রযুক্তিগত রূপরেখা তৈরি করেছেন পিকিং ইউনিভার্সিটি ফার্স্ট হসপিটালের সংক্রামক রোগ বিভাগের প্রধান ওয়াং কুইছিয়াং।

কোভিডের উচ্চঝুঁকিতে থাকা অন্তঃসত্ত্বা নারী, শিশু ও বয়স্কদের জন্য জরুরিভিত্তিতে টিকার বিষয়েও পরামর্শ দিয়েছেন ওয়াং।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।