এক চীন নীতি পুনর্ব্যক্ত করলেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা
2024-01-15 18:35:08

জানুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ-চীন বন্ধু রাষ্ট্র। দেশটি বরাবরই চীনের অখণ্ডতা এবং এক চীন নীতির প্রতি সমর্থন জানিয়ে আসছে। বিভিন্ন সময় বাংলাদেশ এক চীন নীতির প্রশ্নে অটল থাকার আশ্বাসও দিয়েছে। সম্প্রতি চীনের তাইওয়ানের ‘নির্বাচন’ প্রসঙ্গে আবারও এক চীন' নীতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা।

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক এবং সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক চীন নীতির প্রতি সমর্থন জানিয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত এ নীতি বাংলাদেশ মেনে চলা অব্যাহত রাখবে।

তারা আরও বলেন, “তাইওয়ান চীনের অংশ এবং বিশ্বে কেবল একটি চীন রয়েছে। চীনের তাইওয়ানের নির্বাচন চীনের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এতে এক চীন নীতির কোনও পরিবর্তন হবে না। বাংলাদেশ দৃঢ়ভাবে তাইওয়ানের স্বাধীনতা এবং সেখানে বাইরের শক্তির  হস্তক্ষেপের বিরোধিতা করে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় চীনের সঙ্গে একত্রে কাজ করবে বাংলাদেশ।”

শুভ/শান্তা

তথ্য: চীনা দূতাবাসের ফেসবুক পেজ