১০০তম দিনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত
2024-01-15 18:33:43

জানুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর উভয়পক্ষের মধ্যে সংঘাত ১০০তম দিন অতিক্রম করেছে ১৪ জানুয়ারি।

হামাস পরিচালিত সরকারি তথ্য কার্যালয়ের তথ্য মতে, এ সময়ে ঘনবসতিপূর্ণ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় কমপক্ষে ২৩ হাজার ৮৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের প্রায় ৭৫ শতাংশ মহিলা, শিশু এবং বৃদ্ধ।

ইসরায়েলি হামলায় গাজার প্রায় ২.৩ মিলিয়ন জনসংখ্যার বেশিরভাগ বাস্তুচ্যুত হয়েছে, গাজা উপত্যকাকে মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে।

৭ অক্টোবরের হামলায় হামাস যোদ্ধারা ৭৯০ জন বেসামরিক নাগরিকসহ প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২০০ জনকে অপহরণ করে, যাদের মধ্যে ১৩২ জন এখনও গাজায় বন্দি রয়েছে।

রোববার ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় তার সেনারা প্রায় ৯ হাজার জঙ্গিকে হত্যা করেছে। এ ছাড়াও লেবানন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি দলগুলোর ১৭০ জন যোদ্ধা নিহত হয়েছে।

এদিকে, সাংঘাতের শততম দিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ রোববার এক বক্তৃতায় বলেছেন যে তার দল ‘যুদ্ধকে ভয় করে না এবং গাজার যুদ্ধ শেষ হওয়ার আগে কোনও আলোচনা নেই।’

হাশিম/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।