থিয়ানচৌ-৭ কার্গোবাহক রকেট পৌঁছেছে উৎক্ষেপণ কেন্দ্রে
2024-01-15 18:29:56

জানুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের থিয়ানকং মহাকাশ কেন্দ্রে সরঞ্জামাদি নিয়ে যেতে পরবর্তী কার্গো নভোযান থিয়ানচৌ-৭ বহনকারী রকেটটি পৌঁছেছে উৎক্ষেপণ কেন্দ্রে।

সোমবার  লং মার্চ-৭ নামের রকেটটি চীনের দক্ষিণের হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)।

সংস্থাটি আরও জানিয়েছে, উৎক্ষেপণ ব্যবস্থাটি ভালো অবস্থায় আছে এবং এর চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। কদিন পরই রকেটটি উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে সিএমএসএ।

ফয়সল/হাশিম

তথ্য : সিজিটিএন ছবি: সিসিটিভি।