অ্যান্টার্কটিকায় চীনের পঞ্চম গবেষণা স্টেশনের কাজ চলছে
2024-01-14 18:40:07

জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: অ্যান্টার্কটিকায় এগিয়ে চলছে চীনের পঞ্চম গবেষণা স্টেশন নির্মাণের কাজ। রস সমুদ্রের টেরা নোভা উপসাগরের দ্বীপে এই স্টেশন নির্মিত হচ্ছে। মূল কাঠামো নির্মাণের কাজ গেল শনিবারেই সমাপ্ত হয়েছে। এখানে শীত ও গ্রীষ্ম দুই ঋতুতেই গবেষণার কাজ চলবে।

গবেষকদের থাকার জন্য গ্রীষ্মকালীন ও শীতকালীন ডর্মেটরি বা আবাসিক ভবন, রেস্টুরেন্ট, মেরিন ল্যাবরেটরি নির্মিত হচ্ছে। ৫২৪৪ বর্গমিটার এলাকা নিয়ে গড়ে উঠেছে এই গবেষণা স্টেশন। এখানে ৮০ জন গবেষক থাকতে পারবেন। তারা আবহাওয়া, পরিবেশ, সামুদ্রিক, জীববিজ্ঞান , বাস্তুসংস্থান ইত্যাদি বিষয়ে গবেষণা করবেন।

এটি চীনের পঞ্চম অ্যান্টার্কটিক গবেষণা স্টেশন। দক্ষিণ মেরুতে এর আগে চীন চারটি গবেষণা স্টেশন স্থাপন করেছে। এরমধ্যে ছাংছং এবং চোংশান স্টেশন দুটি সারাবছর কাজ করতে পারে। থাইশান ও খুনলুন স্টেশন দুটি শুধু গ্রীষ্মকালে কাজ করার উপযোগী। বর্তমানে নির্মানাধীন স্টেশনটি সারা বছর কাজ করার উপযোগী হিসেবে নির্মাণ করা হচ্ছে।

শান্তা/হাশিম